রিয়ালকে ৫ গোল দেওয়া উচিত ছিল চেলসির: মাউন্ট
ম্যাচের ৬৮ শতাংশ বল পায়ে ছিল রিয়াল মাদ্রিদের। তাতে হয়তো আপনি মনে করতেই পারেন ম্যাচের প্রাধান্য ছিল রিয়ালের। তাহলে আপনি ভুল ভেবেছেন। বল পায়ে রাখতে পারলেও বলার মতো আক্রমণ করতে পারেনি স্প্যানিশ দলটি। উল্টো ৩২ শতাংশ বল পায়ে রেখেই একের পর এক কার্যকরী আক্রমণ করেছে চেলসি। যা থেকে কমপক্ষে পাঁচটি গোল হতেই পারতো বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা ম্যাসন মাউন্ট।
বুধবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। আগের দেখায় রিয়ালের মাঠে ১-১ ড্র হয়েছিল দুই দলের লড়াই। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছে ইংলিশ ক্লাবটি।
পুরো ম্যাচে চেলসির ছিল একচ্ছত্র প্রাধান্য। মতো ১৫টি শট নিয়েছে তারা। গোল করার মতো বড় সুযোগই ছিল ৭টি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পেতে বেশ কষ্ট হয়েছে দলটির। তাদের আরও বেশি ব্যবধানে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন মাউন্ট, 'এটা কঠিন একটি ম্যাচ ছিল। তারা এসে নিজেদের সব দিয়েছে তবে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের অবশ্যই পাঁচটা গোল দেওয়া উচিত ছিল! তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আজ রাতে জিতেছি। আমরা প্রতিটি খেলায় জিতে যেতে চাই।'
প্রথমার্ধেই একাধিক গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন এ ইংলিশ মিডফিল্ডার, 'আমরা আমাদের সবকিছু দিয়েছিলাম এবং আমাদের প্রথমার্ধেই জয়ের আকাঙ্ক্ষা ছিল। আমাদের বেশ কয়েকটি সুযোগ ছিল যেখানে আমরা বল জিতেছিলাম এবং গোল করা উচিত ছিল। তবে দেরিতে হলেও একটি গোল পেয়েছি এবং এটি দুর্দান্ত।'
তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় দারুণ খুশি মাউন্ট, '(জয়ের অনুভূতি) আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আজ রাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছি আমরা।'
এতো এতো আক্রমণ করেও ম্যাচের শেষ পর্যন্ত টেনশনেই কাটাতে হয়েছে চেলসিকে। কারণ ৮৫ মিনিট পর্যন্ত ব্যবধান ছিল ১-০। একটি গোল করলেই ম্যাচে ফিরতে পারতো রিয়াল। তবে এ সময়ে দারুণ এক গোলে দলের জয় নিশ্চিত করেন মাউন্ট, 'এটা ১-০ ছিল তবে তাতে সত্যিই কিছুই আসতো যেতো না। তারা একটি গোল করলেই ম্যাচে ফিরতো। শেষেরটা পাওয়ার পর আপনি আমদের উদযাপনের মধ্যেই দেখতে পারেন, আমাদের জন্য কতো বিশাল গোল ছিল এটা। শেষ পাঁচ মিনিটে আমাদের নিঃশ্বাস ফেলার স্বস্তি এনে দিয়েছে।'
Comments