যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এদিন সকাল ১১টার দিকে মাতুয়াইল হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধা মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন। মোটরসাইকেলচালক রাজীব নিজেই ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজীব বর্তমানে আমাদের হেফাজতে আছেন।
বাচ্চু মিয়া আরও জানান, মৃত বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি। তার কাছে অনেক খুচরা পয়সা ও টাকা পাওয়া গেছে।
Comments