বাংলাদেশ

সিলেটে ট্রাকচাপায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে শাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে শাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার ওই প্রতিবাদ সমাবেশ থেকে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো— সাব্বির হত্যার বিচার নিশ্চিত করা, সিলেট নগরীর অভ্যন্তরীণ রাস্তায় ট্রাক চলাচল বন্ধ রাখা, এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ, বিশ্ববিদ্যালয় গেটের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, দুর্ঘটনায় আহত বুরহান সাদিকের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহত সাব্বিরের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাসমির রেজার সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মলয় সরকারের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বনিক।

এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ রাশেদ, শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শাবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি সাদেক আহমদ, ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মাহবুবুর রউফ, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ছোটন প্রমুখ।

এর আগে, গতকাল রাতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। সিলেট শহর থেকে বাইরে যাওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে পেছনে বসে থাকা সাব্বির ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেলে চালক আরেক শাবিপ্রবি শিক্ষার্থী বুরহান সাদিক গুরুতর আহত হন।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago