আম রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আমের বাণিজ্যিক উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন সরকার আমের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আমের বাণিজ্যিক উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন সরকার আমের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘সরকার আমের উৎপাদন বাড়াতে নিরলসভাবে কাজ করছে। আমাদের বিজ্ঞানীরা অনেক উন্নতজাতের আম ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ফলে আমের বাণিজ্যিক উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন সরকার আমের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে। এ লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আম উৎপাদন এলাকায় চারটি ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে আমের সংরক্ষণকাল বৃদ্ধি পাবে, রপ্তানি সহজতর হবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।’

আজ চাঁপাইনবাবগঞ্জে কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে ‘আম চাষী ও ব্যবসায়ীদের’ সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আম চাষি ও উদ্যোক্তাদের মাত্র চার শতাংশ সুদে বিশেষ ঋণ ও আমবাগান করতে বিনামূল্যে উন্নতজাতের চারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে সরকার।’

মন্ত্রী আরও বলেন, ‘যেসব বাগানে আমের ফলন কম, সেসব পুরাতন বাগান কেটে নতুন বাগান করতে চাইলে বিনামূল্যে উন্নতজাতের চারা দেওয়া হবে।’

পরে মন্ত্রী কৃষকের মাঝে উচ্চফলনশীল বারি আম-৪ ও বারি আম-১১ (বারোমাসি) জাতের আমের চারা বিতরণ করেন।

সভায় আম চাষী ও উদ্যোক্তারা আম চাষ ও রপ্তানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমের সংরক্ষণ সমস্যা, ভাল ফুড ব্যাগ ও সহজ শর্তে বিশেষ কৃষি ঋণের ব্যবস্থার জন্য দাবি জানান তারা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago