চট্টগ্রামে কৃষক রুবেল হত্যাকাণ্ড, গাজীপুর থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের হালিশহরে কৃষক রুবেল হত্যাকাণ্ডের ১৭ মাস পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের হালিশহরে কৃষক রুবেল হত্যাকাণ্ডের ১৭ মাস পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহরাব হোসেন বলী লালমনিরহাট জেলার বাসিন্দা।

পিবিআই জানিয়েছে, পাওনা টাকার বিরোধে তিনি কৃষক রুবেলকে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ চাকমা জানান, রুবেল হালিশহর এলাকায় থেকে জমি বর্গা নিয়ে চাষ করতেন। আসামি সোহরাবও হালিশহরের চৌধুরীপাড়া এলাকায় গৃহকর্মী হিসেবে থেকে কৃষি কাজ করতেন। একইসঙ্গে কাজ করতে গিয়ে দুইজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। রুবেল লোকজনকে টাকা ধারও দিতেন। সোহরাব রুবেলের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। এছাড়া বিভিন্নজনকে ২৮ হাজার টাকা ধার নিয়ে দেন। পাঁচ-ছয়মাস পর পাওনা টাকা ফেরত চাইলে দুইজনের মধ্যে ঝগড়া হয়। ঘটনার দিনও জমিতে কাজ করতে গিয়ে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয় তাদের। একপর্যায়ে সোহরাব রুবেলকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার পকেট থেকে মোবাইলটি নিয়ে জাহেদ নামে এক বন্ধুর কাছে বিক্রি করে দেয়। ঘটনার কয়েকদিন পর এলাকা ছেড়ে পালিয়ে যায় সোহরাব।

পরে চৌচালা এলাকায় চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পের সীমানা প্রাচীরের জন্য মাটি কাটতে গিয়ে শ্রমিকরা রুবেলের মরদেহ খুঁজে পান।

এর আগে, রুবেলের ভাই সামছুল ২০১৯ সালের ২৮ নভেম্বর তার ভাই নিখোঁজ হয়েছেন জানিয়ে হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রসঙ্গত, গত বছরের মার্চে নগরের হালিশহর থানার চৌচালা এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ডিএনএ টেস্ট করে মরদেহটি নীলফামারী জেলার সদর থানার গৌরগ্রামের আজিজিয়া রহমানের ছেলে রুবেলের বলে শনাক্ত হয়। যিনি ২০১৯ সালের নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

3h ago