মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিস্ফোরণে আহত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। বিস্ফোরণটি তার বাড়ির কাছে ঘটেছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
মোহাম্মদ নাশিদ। ছবি: সংগৃহীত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। বিস্ফোরণটি তার বাড়ির কাছে ঘটেছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

মালদ্বীপ পুলিশ টুইট করেছে, ‘মালের নিলোফারু মাগুতে বিস্ফোরণের পর সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন এবং বর্তমানে তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন।’

আরেক টুইটে পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে ঘটনাস্থলে আছেন এবং জনসাধারণকে আপাতত ওই এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। ‘আমরা জনসাধারণকে আপডেট দিতে পরিস্থিতি জানাতে থাকব।’

রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিএসএম জানিয়েছে, এ ঘটনায় একজন বিদেশী পর্যটকও আহত হয়েছেন।

নাশিদের ডেমোক্রেটিক পার্টির সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ টুইট করেন, ‘আজ সন্ধ্যায় সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘আমাদের সমাজে এই ধরনের কাপুরুষোচিত আক্রমণের কোনো স্থান নেই। এই হামলায় আহত রাষ্ট্রপতি নাশিদসহ অন্যদের পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল।’

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ‘মালদ্বীপের রাজনীতিতে ঘৃণার প্রচার’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago