‘এখনও ঠিকমতো ঘুমাচ্ছি’, মাউন্টকে ক্রুসের পাল্টা জবাব
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ও রিয়াল মাদ্রিদের মাঠের লড়াই শেষ হয়েছে গত বুধবার রাতে। তবে থামছে না কথার লড়াই। এবার চেলসি উইঙ্গার ম্যাসন মাউন্টের বাক্যবাণের পাল্টা জবাব দিলেন রিয়ালের অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই জার্মান তারকা লিখেছেন, ‘এখনও ঠিকমতো ঘুমাচ্ছি।’
পাশাপাশি চেলসির জার্সিতে ফাইনালে ওঠায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন তরুণ ইংলিশ তারকা মাউন্টকে, ‘গতকাল তুমি দারুণ খেলেছ। অভিনন্দন।’
এরপর সূক্ষ্ম একটি খোঁচা দিতেও ছাড়েননি ক্রুস, ‘প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোমার জন্য শুভকামনা।’
একটু ভেঙে বলা যাক। ২২ বছরের মাউন্ট এবারই প্রথম খেলতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। অন্যদিকে, ৩১ বছর বয়সী ক্রুসের সে অভিজ্ঞতা আছে পাঁচবার। দুবার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে (২০১১-১২, ২০১২-১৩), তিনবার রিয়ালের পক্ষে (২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮)। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা তিনি উঁচিয়ে ধরেছেন চারবার। কেবল ২০১১-১২ মৌসুমের ফাইনালে পরাজিতদের শিবিরে ছিলেন তিনি। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বহু সাফল্যের বিপরীতে মাউন্টের অর্জন যে নস্যি, তা-ই বুঝিয়ে দিয়েছেন ক্রুস।
উত্তপ্ত বাক্য বিনিময়ের শুরুটা অবশ্য হয়েছিল ক্রুসের মাধ্যমেই। সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, চেলসির কোন খেলোয়াড়কে তার কাছে কঠিন প্রতিপক্ষ মনে হয়? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার ১৫ বছরের ফুটবল ক্যারিয়ারে কখনো (প্রতিপক্ষের কাউকে নিয়ে) ঘুম হারাম হয়নি।’
এমন উত্তর ভালো লাগেনি মাউন্টের। রিয়ালকে হারানোর পর তিনি খোঁচা দিয়েছিলেন ক্রুসকে, ‘তাদের এক খেলোয়াড় নাকি বলেছে, কেউ তার ঘুম হারাম করতে পারে না। কিন্তু দল হিসেবে তাদের উচিত আমাদের জন্য ঘুম হারাম করা।’
উল্লেখ্য, ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমি ফিরতি লেগে ২-০ গোলে জেতে চেলসি। আগের দেখায় রিয়ালের মাঠে ১-১ ড্র করেছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধে জার্মান ফরোয়ার্ড টিমো ভার্নারের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান বাড়িয়েছিলেন মাউন্ট।
Comments