পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ

ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘাট এলাকায় রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের লাইনের দীর্ঘ সাড়ি। বিকেলের আগেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাট। ৭ মে ২০২১। ছবি: স্টার

ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘাট এলাকায় রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের লাইনের দীর্ঘ সাড়ি। বিকেলের আগেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

পাটুরিয়া ঘাট। ৭ মে ২০২১। ছবি: স্টার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘাট এলাকায় এমনিতেই পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় থাকে। তার মধ্যে ব্যক্তিগত ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী ও জরুরি কাজে নিয়োজিত গাড়ি পারাপার করা হয়। এ কারণে ঘাট এলাকায় একটু চাপ থাকে।’

পাটুরিয়া ঘাট। ৭ মে ২০২১। ছবি: স্টার

‘গতকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। আজকে ছুটির দিন হওয়ায় ঘরমুখো মানুষের ভিড় আরও বেশি। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে তিনটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় ছোট-বড় গাড়ি মিলে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে’, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago