মেসিকে দলে নিয়ে বার্সাকে আঘাত করতে চান না পেপ

messi and guardiola
ছবি: এএফপি (ফাইল)

পেপ গার্দিওলার অধীনে খেলার সময় লিওনেল মেসি পান বিশ্বজোড়া খ্যাতি। মাঠের বাইরে দুজনের বোঝাপড়া এখনও চমৎকার। তাহলে কেন গুরু-শিষ্যের পুনর্মিলন ঘটেনি আর? নয় বছর আগে বার্সা ছাড়লেও গার্দিওলা কেন তার পরবর্তী ক্লাবগুলোতে মেসিকে নেওয়ার চেষ্টা করেননি?

স্পেনের এই তারকা কোচের হয়ে জবাব দিয়েছেন তার বাবা। দেশটির ফুটবল বিষয়ক গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভালেন্তি গার্দিওলা সাংবাদিক এমিলিয়ানো নুনিয়ার কাছে বলেছেন, মেসিকে অন্য কোনো দলে টানলে বার্সাকে আঘাত করা হবে, এমন ভাবনা সবসময় কড়া নাড়ে তার ছেলের মনে।

গার্দিওলার চোখে মেসিই সেরা উল্লেখ করে ভালেন্তি তুলে ধরার চেষ্টা করেছেন তার ছেলের মনোজগৎ, ‘আমি নিশ্চিত যে, তাকে সিটিতে পেলে পেপের অখুশি হওয়ার কোনো কারণ নেই। পেপ সবসময়ই মেসিকে সেরা হিসেবে দেখেছে। কিন্তু সে রয়েছে বার্সেলোনায়। এই খেলোয়াড়টিকে নিয়ে গিয়ে ক্লাবটিকে কখনোই আঘাত করতে চায় না পেপ।’

মেসিকে প্রথমবার খেলতে দেখার স্মৃতিচারণও করেছেন তিনি, ‘এমন কোনো ক্লাব বিশ্বে নেই, যারা মেসিকে চাইবে না। আমি তাকে ১২/১৩ বছর বয়সে খেলতে দেখেছিলাম এবং আমি অভিভূত হয়েছিলাম। ওই পর্যায়েও সে অসাধারণ ছিল। মেসির মতো খুব কম খেলোয়াড়ই আছে।’

ভালেন্তি বার্সার পাঁড় ভক্ত হলেও সন্তানের সাফল্যই তাকে সবচেয়ে বেশি উদ্বেলিত করে বলে জানিয়েছেন, ‘আমি আজীবন বার্সেলোনার পক্ষে থেকেছি এবং তাদের জয় কামনা করেছি। কিন্তু সবার আগে আমি পেপকে জয়ী দেখতে চাই। আগে আমার ছেলে। তারপর বার্সেলোনা যখন জেতে, আমি উপভোগ করি।’

গার্দিওলার ফের ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনা তিনি বলেছেন, ‘সে বার্সেলোনাকে কোচিং করাতে পারে কিংবা অবসরও নিতে পারে। এই বয়সে তাকে শেখানোর কিছু নেই আমার। সে যা-ই করুক না কেন, আমি খুশি হব।’

কোচ হিসেবে গার্দিওলার নামডাক হয়েছিল বার্সায় থাকাকালে। মাত্র এক মৌসুম বার্সার যুব দলকে কোচিং করানোর পর যখন তাকে সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন ভ্রূ কুঁচকে উঠেছিল অনেকের। তবে নিজের দক্ষতা ও দারুণ সব খেলোয়াড়ের মাধ্যমে সব প্রশ্নের জবাব দিয়ে তিনি পেয়েছিলেন চোখ ধাঁধানো সাফল্য।

বার্সাকে বিদায় জানানোর পর তিন মৌসুম জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন গার্দিওলা। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। তবে মেসি ও বার্সার প্রতি তার ভালোবাসা যে এখনও অটুট, তা ফুটে উঠেছে তার বাবার কথায়।

মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের শেষে। তার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে এগিয়ে রাখা হচ্ছে গার্দিওলার সিটিকে। ফরাসি ক্লাব পিএসজির নামও উচ্চারিত হচ্ছে জোরেশোরে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নতুন সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে ইতোমধ্যে চুক্তি নবায়নের বিষয়ে বৈঠক হয়েছে মেসির। কিন্তু এই আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে রয়েছে দোলাচল।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

1h ago