নারায়ণগঞ্জে অপহৃত যুবক টাঙ্গাইলে উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে অপহৃত আবীর (২৫) নামে এক যুবককে টাঙ্গাইলের ঘাটাইল থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার ভোরে ঘাটাইলের দেওপাড়া বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, অপহৃত আবীরের পরিবার নারায়ণগঞ্জের র্যাব-১১ তে এ বিষয়ে একটি অভিযোগ করেছিল। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কাপড়ের ব্যবসা করার কথা বলে অপহরণকারীরা বৃহস্পতিবার আবিরকে মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ে আসে। অপহরণকারীরা তাকে শারীরিক নির্যাতন করে এবং তার পরিবারের কাছে বিকাশের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, নারায়ণগঞ্জ র্যাবের কাছ থেকে এ খবর পেয়ে টাঙ্গাইল র্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আবিরের খোঁজে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আবীরকে দেওপাড়া বাজারে ফেলে পালিয়ে যায়।
আবিরকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Comments