জোড়া সেঞ্চুরির পর শেষ বিকেলের অস্বস্তি পাকিস্তানের

শুরুর ধাক্কা সামলে কি দারুণভাবেই না এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। আবিদ আলী ও আজহার আলী দুইজনই তুলে নেন সেঞ্চুরি। তাতে মনে হয়েছিল হারারে টেস্টের প্রথম দিনটা শুধুই পাকিস্তানের হতে যাচ্ছে। তবে শেষ বিকেলে তিনটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন ব্লেসিং মুজারাবানি।
ছবি: টুইটার

শুরুর ধাক্কা সামলে কি দারুণভাবেই না এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। আবিদ আলী ও আজহার আলী দুইজনই তুলে নেন সেঞ্চুরি। তাতে মনে হয়েছিল হারারে টেস্টের প্রথম দিনটা শুধুই পাকিস্তানের হতে যাচ্ছে। তবে শেষ বিকেলে তিনটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন ব্লেসিং মুজারাবানি।

হারারে স্পোর্টস ক্লাবে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৮ রান তুলেছে পাকিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানে আগের ম্যাচে নার্ভাস নাইন্টিজে আউট হওয়া ইমরান আলীকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে আজহারকে সঙ্গে দারুণ এক জুটিতে প্রাথমিক চাপ সামলে নিয়ে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন আবিদ। স্কোরবোর্ডে ২৩৬ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।

প্রায় সারা দিন ধুঁকতে থাকা জিম্বাবুয়ে স্বস্তি ফিরে পায় দ্বিতীয় নতুন বল নিয়ে। দারুণ এক স্পেলে এ জুটি ভাঙার পাশাপাশি দলের ইনফর্ম আরও দুই ব্যাটসম্যানকে তুলে নেন মুজারাবানি। আজহারকে মিল্টন শুম্বার ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন তিনি। পরের ওভারে অধিনায়ক বাবর আজমকে তুলে নেন কেভিন কাসুজার ক্যাচে পরিণত করে। এর পরের ওভারে তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলমকে। ১৬ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন উইকেট হারায় পাকিস্তান।

টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে ১ এদিন ২৬ রানের ইনিংস খেলেছেন আজহার। ২৪০ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় এ রান করছেন সাবেক অধিনায়ক। তবে ২৪৬ বল খেলে ১৭টি চারের সাহায্যে ১১৮ রান করে অপরাজিত রয়েছেন আরেক সেঞ্চুরিয়ান আবিদ। টেস্টে এটা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

জিম্বাবুয়ের পক্ষে ৪১ রানের খরচায় ৩টি উইকেট তুলে নিয়েছেন মুজারাবানি। অপর উইকেটটি পেয়েছেন রিচার্ড এনগারাভা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৬৮/৪ (ইমরান ২, আবিদ ১১৮*, আজহার ১২৬, বাবর ২, ফাওয়াদ ৫, সাজিদ ১*; মুজারাবানি ৩/৪১, এনগারাভা ১/৩৫, জঙ্গুয়ে ০/৩২, টিরিপানো ০/৪৬, চিসোরো ০/৮০, শুম্বা ০/২৫)।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago