বিশ্বের সব উন্নত দেশের চেয়েও চীনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেশি

বিশ্বের উন্নত দেশগুলোর মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের চেয়েও চীন একাই বেশি নিঃসরণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
China-2.jpg
চীনের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্বের উন্নত দেশগুলোর মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের চেয়েও চীন একাই বেশি নিঃসরণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৯ সালে বিশ্বে মোট নিঃসরিত গ্রিনহাউস গ্যাসের ২৭ শতাংশ নিঃসরণ করেছে চীন। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ১১ শতাংশ নিঃসরণ করেছে। আর তৃতীয় স্থানে থাকা ভারত নিঃসরণ করেছে ৬ দশমিক ৬ শতাংশ।

রোডিয়াম গ্রুপ আরও জানায়, গত তিন দশকে চীনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ তিন গুণেরও বেশি বেড়েছে।

চীন বিশ্বের সর্বোচ্চ জনবহুল দেশ হওয়ায় মাথাপিছু হারের হিসাবে যুক্তরাষ্ট্রের তুলনায় দেশটিতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কম। তবে গবেষণাটি বলছে, এরপরেও মাথাপিছু হারে এই নিঃসরণ গত দুই দশকে বেড়েছে।

বিজ্ঞানীরা সর্তক করেছেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা না হলে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা করা কঠিন হবে।

চীন কয়লাভিত্তিক বিদ্যুতের ওপর অনেক বেশি নির্ভরশীল। দেশটিতে বর্তমানে এক হাজার ৫৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তবে, ২০৬০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রতিশ্রুতি দেন।

বিবিসি জানায়, ২০১৫ সালের প্যারিস চুক্তির আওতায় ১৯৭টি দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, বিশ্ব এখনো সেই প্রতিশ্রুতি পূরণ থেকে অনেক দূরে।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

11h ago