বান্দরবানে আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
বান্দরবানের লামা উপজেলার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত সাচিং প্রু মারমা ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেন ওই নারী।
আজ শুক্রবার আদালতের বেঞ্চ সহকারী মাঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাইব্যুনাল বান্দরবান সিআইডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ১৫ অক্টোবর এ ধর্ষণের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর স্থানীয় থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলেও এজাহারে উল্লেখ করেছেন ওই নারী।
তবে, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ নিয়ে আমাদের কাছে কেউ আসেননি।’
অভিযুক্ত সাচিং প্রু লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
অভিযুক্ত সাচিং প্রু অভিযোগ অস্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এলাকায় আমার জনপ্রিয়তা ঈর্ষনীয়। তাছাড়া দলীয়ভাবেও আমার অনেক জনপ্রিয়তা আছে। তাই প্রতিপক্ষ ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
এ প্রসঙ্গে লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাচিং প্রুর বিরুদ্ধে এ মামলা সম্পূর্ণ ভিত্তিহীন।’
Comments