ইসরায়েলি পুলিশের হামলায় ১৭৮ ফিলিস্তিনি আহত
জেরুজালেমে আল আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল পুলিশের হামলায় অন্তত ১৭৮ ফিলিস্তিনি আহত হয়েছেন।
আজ শনিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এই হামলার ঘটনায় ১৭৮ জন ফিলিস্তিনি ও ছয় ইসরায়েলি বাহিনীর সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার জুমাতুল বিদার নামাজ পড়তে লাখো ফিলিস্তিনি আল আকসায় যান। জোর করে ফিলিস্তিনিদের জমি দখল করায় ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে আন্দোলন করতে নামাজে আসা অনেকে সেখানেই অবস্থান করেন।
ফিলিস্তিনিদের সঙ্গে শেখ জারারাহের বাসিন্দারা এবং আন্তর্জাতিক সংহতি কর্মীরাও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন।
ইসরায়েলের সীমান্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং শক গ্রেনেড ব্যবহার করে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে।
Comments