নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরা ক্রিকেটারদের পাঠানো হয়েছিল ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে। তবে এই কোয়ারেন্টিনের সময়সীমা কমে আসছে। এখন কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তারা।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে এই খবর জানান, ‘আমরা আশা করছি আজ-কালের মধ্যে জাতীয় ক্রিকেট দলের যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তারা একটা টেস্ট দেবেন, নেগেটিভ হওয়ার পর তারা হয়ত জাতীয় দলের সংগে যোগ দেবেন।’
কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে জানা গেছে, আজ (শনিবার) বিকেলেই বিসিবিতে কোভিড-১৯ পরীক্ষার নমুনা দেবেন তারা। নেগেটিভ হলে ঈদের আগে দু’একদিন অনুশীলন করবেন।
এমনিতে ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটি আছে। ১৮ মে থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। সেখানে সব ক্রিকেটারকে পাওয়ার ক্ষেত্রে এরপরের বাধা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের কোয়ারেন্টিন কমানো। এই দুজন ভারত থেকে আসায় সে ব্যাপারে এখনো স্বাস্থ্য অধিদপ্তরের সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি, ‘আমরা ধাপে ধাপে কাজ করছি। আমরা জাতীয় দলেরটা দেখছি। যারা ভারত থেকে এসেছে তাদের প্রটোকলটা ভিন্ন। আরও কঠিন। তাদেরটা নিয়েও কাজ করছি। আশা করছি সে ব্যাপারেও ইতিবাচক কিছু পাব।’
২৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। এই সিরিজে আরেকটি চ্যালেঞ্জ বিসিবির সামনে। সিরিজ সম্প্রচার করতে ব্রডকাস্টিং ক্রোদের বেশিরভাগই আসেন ভারত থেকে। ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ এবং কড়া কোয়ারেন্টিন নীতির কারণে তৈরি হয়েছে জটিলতা। বিসিবি প্রধান নির্বাহী জানান, এই জটিলতা এড়াতে না পারলে অন্য চিন্তাও তাদের মাথায় আছে, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। আপনারা জানেন সরকারে প্রটোকল আছে। আমরা চেষ্টা করছি এই প্রটোকলের মধ্যে থেকে যদি কোন ক্রুর আশা দরকার হয় তাদের আনা যায় কিনা। এছাড়া আমরা অন্য অপশনগুলো দেখছি। বিশ্বের অন্য যেসব দেশে ক্রিকেট হচ্ছে সেসব জায়গা থেকে ক্রো এনে খেলাগুলো চালাব।’
Comments