দূরপাল্লার ২০০ বাস সিরাজগঞ্জে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়া দূরপাল্লার বাসগুলো ঢাকায় ফিরবার পথে সিরাজগঞ্জে আটকে দিয়েছিল পুলিশ। পরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের মুখে বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়া প্রায় দুই শ বাস সিরাজগঞ্জের হাটিকুমরুলে আটকে দেয় হাইওয়ে পুলিশ। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়া দূরপাল্লার প্রায় ২০০ বাস ঢাকায় ফিরবার পথে সিরাজগঞ্জে আটকে দিয়েছে পুলিশ।

আজ দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুলে আটকে দেওয়া বসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে অবশ্য বাসগুলো ছড়ে দেওয়া হয়।

জানতে চাইলে হাটিকুমরুল থানার ওসি শাহজাহান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ বাসগুলো ছেড়ে দেয়নি। বিক্ষোভের এক পর্যায়ে বাসের শ্রমিকরা নিজেরাই গাড়িগুলো নিয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে যাত্রা করে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে গাড়িগুলো আবার ফেরত পাঠানো হবে।

জানা যায়, আন্তজেলা যাত্রী চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে গিয়েছিল প্রায় দুই শ বাস। বাসগুলো ঢাকায় ফিরতে শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে এলে হাইওয়ে পুলিশ সেগুলো আটকে দেয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী দ্য ডেইলি স্টারকে জানান, তিনি শুনেছেন গাড়িগুলো কড্ডার মোড়ে এসে থেমে আছে। গাড়িগুলোকে বঙ্গবন্ধু সেতু পার হতে দেওয়া হবে না। সেতুতে এসব গাড়ির টোল নেওয়া বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন ওসি।

Comments