বিদ্রূপ করায় শিশুর হাতে শিশু নিহত?
বিদ্রূপের প্রতিশোধ নিতে নাটোরে সাত বছরের এক শিশুকে গলাকেটে হত্যা করেছে ১৩ বছরের আরেক শিশু, ধারণা করছে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, অভিযুক্ত শিশুটিকে ভিকটিম ও তার ১২ বছর বয়সী মামা বিদ্রূপ করেছিল। এছাড়া ভিকটিমের হাতে থাকা তার মায়ের স্মার্টফোন নিয়েও অভিযুক্ত শিশুটি ঈর্ষান্বিত ছিল। এতেই ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে সে।
এই ঘটনায় গ্রেপ্তার শিশুটির বাড়ি গুরুদাসপুর উপজেলায়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভিকটিমকে পাখির বাসা দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শিশুটি। প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
শুক্রবার গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেছেন ভিকটিমের বাবা। অভিযুক্তের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভিকটিমের সঙ্গে থাকা স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।
ভিকটিমের বাবা বলেন, ‘একটা ১৩ বছরের শিশু একা এমন নৃশংসভাবে হত্যা করতে পারে বলে মনে হয় না। আমার ধারণা আরও কেউ জড়িত আছে।’
Comments