পাটুরিয়ায় অ্যাম্বুলেন্সের পাশাপাশি পার হচ্ছে যাত্রী, ছোট গাড়ি
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকলেও রোগীবহনকারী অ্যাম্বুলেন্স পার করার জন্য কয়েকটি ফেরি সচল রয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক যাত্রী ও ছোট গাড়িও পার হচ্ছে।
আজ রোববার সকালে ৯টার দিকে সরেজমিনে পাটুরিয়া ঘাটে যাত্রী বা গাড়ির কোনো চাপ দেখা যায়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়া ঘাটের আইনশৃঙ্খলা রক্ষার জন্যে ৪০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ফেরি চলাচল বন্ধ থাকলেও মরদেহ ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। সেই সঙ্গে কিছু সংখ্যক যাত্রী ও ছোট-গাড়িও পার হচ্ছে।’
পাটুরিয়া ঘাটে বিজিবি মোতায়েনের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তাদের উপস্থিতি এখনো দেখা যায়নি।’
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘সরকারি সিদ্ধান্তে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে, মরদেহ ও রোগীবহনকারী গাড়ি পার করার পাশাপাশি কিছু যাত্রীও পার হচ্ছেন।’
আরও পড়ুন:
Comments