ফেরি ভর্তি যাত্রী পারের পর চাপ কমেছে শিমুলিয়াঘাটে

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে দুটি ফেরিতে হাজারো যাত্রী পদ্মা পার হয়েছে। এরপর ঘাট এলাকায় যাত্রীদের চাপ অনেক কমে গেছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় শিমুলিয়া ঘাট এলাকায় সাড়ে তিন শর মতো পণ্যবাহী যানবাহন পারের জন্যে অপেক্ষা করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শিমুলিয়া ঘাট এলাকায় যেসব মরদেহবাহী গাড়ি আসছে সেগুলোকে পার করার জন্য শুধু ফেরি চলছে। আর সেসব ফেরিতেই যাত্রীরা পদ্মা পার হচ্ছেন।
শিমুলিয়াঘাটের প্রবেশের মুখে একটি চেকপোস্টে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগিতা করছেন।
সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, আজ ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিমুলিয়াঘাট থেকে দুটি ফেরি ছেড়ে গেছে ও বাংলাবাজার ঘাট থেকে এসেছে দুটি ফেরি।
মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং ও শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেছেন, ‘শিমুলিয়ার মোড়ে চেকপোস্টে পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। তারা পুলিশকে সহযোগিতা করছে।’
‘ঘাট এলাকায় ব্যক্তিগত ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে দেওয়া হচ্ছে,’ বলেও উল্লেখ করেছেন তিনি।
মাওয়া ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. হিলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেছেন, ‘সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর ফেরি সাতটি অ্যাম্বুলেন্সসহ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে শাহ পরাণ কয়েকটি অ্যাম্বুলেন্স যাত্রী নিয়ে ছেড়ে গেছে।’
বাংলাবাজার ঘাট থেকে কুঞ্জলতা ও কুমিল্লা ফেরি এসেছে শিমুলিয়ায়। এই প্রতিবেদন লেখার সময় ঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা যাত্রীর উপস্থিতি অনেক কম দেখা গেছে।

শিমুলিয়াঘাট এলাকায় বর্তমানে ৩৫০ পণ্যবাহী যানবাহন পারের অপেক্ষায় আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন:
এবার মানুষ ঠেকাতে শিমুলিয়াঘাটে মোতায়েন হচ্ছে ২ প্লাটুন বিজিবি
Comments