ওরা না খেয়ে মরে যাবে: হল মালিক সমিতি

বিগত বছরগুলোতে ঈদই ছিল প্রযোজকদের সিনেমা মুক্তির প্রধান লক্ষ্য। কিন্তু, করোনার কারণে গত বছরের দুই ঈদে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পায়নি। আসছে ঈদুল ফিতরেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই নতুন বড় বাজেটের কোনো সিনেমার।
madhumita
রাজধানীর মধুমিতা সিনেমা হল। ছবি: সংগৃহীত

বিগত বছরগুলোতে ঈদই ছিল প্রযোজকদের সিনেমা মুক্তির প্রধান লক্ষ্য। কিন্তু, করোনার কারণে গত বছরের দুই ঈদে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পায়নি। আসছে ঈদুল ফিতরেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই নতুন বড় বাজেটের কোনো সিনেমার।

মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে ছিল— ‘অন্তরাত্মা’, ‘বিদ্রোহী’, ‘মিশন এক্সট্রিম’, ‘শান’ ও ‘বিক্ষোভ’।

গত ফেব্রুয়ারির প্রথমে যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছিল তখন বড় বাজেটের এই সিনেমাগুলো আসন্ন ঈদে মুক্তির বিষয়ে শোনা যাচ্ছিল।

কিন্তু, আবার করোনার বেড়ে যাওয়ায় সব এলোমেলো হয়ে যায়। ঈদে বড় বাজেটের ছবিগুলোর লগ্নিকৃত টাকা ফেরত আসবে না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ছবিগুলোর সংশ্লিষ্ট প্রযোজকরা।

পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন ডেইলি স্টারকে বলেন, ‘এই ঈদে নতুন কোনো সিনেমা মুক্তির কথা তেমন শোনা যাচ্ছে না। ‘বিদ্রোহী’ নামে আমার একটি সিনেমা মুক্তির কথা ছিল। সেটা এই করোনার কারণে মুক্তি দিচ্ছি না। অন্যরা কী করছেন ঠিক বলতে পারি না।’

‘অন্তরাত্মা’ সিনেমার প্রযোজক সোহানী হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আগে মানুষের বেঁচে থাকা তারপর অন্য কিছু। সেজন্য এই ঈদে সিনেমা মুক্তি দিতেই হবে ভাবছি না। আর এই পরিস্থিতিতে নতুন সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না বলে মনে করি।’

সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল ডেইলি স্টারকে বলেন, ‘এখনো লকডাউন চলছে, সিনেমা হল এমনিতেই বন্ধ আছে। তবে ঈদে স্বাস্থ্যবিধি মেনে কেউ হল খুলতে চাইলে নিষেধ নেই। সিনেমা হল বন্ধ থাকলে যারা সিনেমা হলে কাজ করছেন ওরা না খেয়ে মরে যাবে। ওদের বাঁচতে দেওয়া উচিত।’

‘নতুন কয়েকটা সিনেমা মুক্তির কথা শুনছি। যদি তা না হয় পুরনো সিনেমা দিয়ে হলেও সিনেমা হল চলুক। এসব মানুষদের দিকে একটু তাকানো উচিত সবার,’ যোগ করেন তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এমন অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র শিল্পই হুমকির মুখে পড়বে।

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

3h ago