যাত্রী-যানবাহনের চাপ নেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকলেও লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য কয়েকটি ফেরি সচল রয়েছে। তবে, অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু যাত্রী ও ছোট গাড়িও পার হচ্ছে। আজ রোববার বেলা ১টার দিকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কম।
আজ সকাল ৮টার দিকে দুটি অ্যাম্বুলেন্স নিয়ে পাটুরিয়া থেকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের উদ্দেশে একটি ফেরি ছেড়ে যায়। সেই ফেরিতে কয়েকটি ছোট গাড়ি ও অল্প সংখ্যক যাত্রীও পার হয়।
এরপর পৌনে ৯টার আরও একটি ফেরি অনুরূপভাবে দৌলতদিয়ায় যায়।
সকাল ৮টার পর দৌলতদিয়া থেকেও দুটি ফেরি পাটুরিয়ায় আসে।
পাটুরিয়া ঘাটে বিজিবি মোতায়েনের কথা থাকলের তাদের উপস্থিতি দেখা যায়নি।
ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে শিবালয় সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘মহাসড়কে অপ্রত্যাশিত যাত্রী ও গাড়ি যেন চলতে না পারে, সেটা নিশ্চিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পাটুরিয়া ঘাটের আইন শৃঙ্খলা রক্ষার্থে ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকলেও লাশবাহী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। সঙ্গে কিছু যাত্রীও পার হচ্ছেন। তবে, তুলনামূলকভাবে পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ তেমন নেই।’
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) রাসেল আহমেদ বলেন, ‘সরকারি সিদ্ধান্তে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে, লাশবাহী ও রোগীবাহী গাড়ি পার করার সময় কিছু যাত্রীও পার হচ্ছে।’
আরও পড়ুন:
Comments