ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

ধার দেওয়া দুই হাজার টাকা ফেরত চাওয়ায় নিজের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার রাতে ছেলে আব্দুর রহিমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

ধার দেওয়া দুই হাজার টাকা ফেরত চাওয়ায় নিজের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার রাতে ছেলে আব্দুর রহিমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার আদালতে দেওয়া জবানবন্দিতে বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন আব্দুর রহিম।

আব্দুর রহিম পাবনার আতাইকুলা থানার হরিপুর গ্রামের আহেজ প্রামাণিকের ছেলে। জবানবন্দির পর গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রহিম তার বাবা আহেজ প্রামাণিকের কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। অভাবের সংসারে টাকা ফেরত চাওয়ায় ছেলে উত্তেজিত হয়ে গত ২২ এপ্রিল বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করেন।’

চিকিৎসার জন্য আহেজ প্রামাণিককে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ওইদিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে গত ২৩ এপ্রিল আতাইকুলা থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত আব্দুর রহিম। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।

আতাইকুলা থানার ওসি জানান, রহিমকে গ্রেপ্তারের পর গত শনিবার পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, তিনি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

আদালতে জবানবন্দি দেওয়ার পর শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Comments