পাটুরিয়া সড়কে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত মোটরসাইকেল চালক সোহেলের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা এলাকায়। তিনি তার ভাড়ায়-চালিত মোটরসাইকেলে একজনকে নিয়ে পাটুরিয়া যাচ্ছিলেন। নিহত সেই আরোহীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি পাটুরিয়া হয়ে মাগুরা যাচ্ছিলেন বলে জেনেছি।’
‘কোন গাড়ি তাদের চাপা দিয়ে তাও জানা যায়নি,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়েছে।’
Comments