ঈদে ছুটি বাড়ানোর দাবি: টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৬

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৬ জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশের পাঁচ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৬ জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশের পাঁচ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়ে কয়েক দফায় এ সংঘর্ষ ঘটে। বিকেল ৩টার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শ্রমিকদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা দ্য ডেইলি স্টারকে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ।

আহত শ্রমিকরা হলেন—হাসান মিয়া, রাজীবুল ইসলাম, মামুন মিয়া, রবি, লতিফ, ইমরান, রুবেল, রুবেল, রনি, এহসানুল হক, রাজিবুল, কলি বেগম, নিজাম উদ্দিন, সমলা, ইয়াসিন, হাসিনা, সাব্বির, সাবিনা, রিনা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বেলা ১১টা থেকে মিলগেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কের দিকে যেতে চাইলে শিল্প ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা বাধা দেন। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। ১২টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবর বুলেট ব্যবহার করা হয়েছে।’

বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি এস আলম, এসআই রুবেল, এসআই কামাল হোসেন, এসআই লিটন, কনস্টেবল এনামুল হোসেনসহ আরও তিন জন পুলিশ সদস্য আহত হন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জালাল হাওলাদার।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago