ভারত থেকে অনুপ্রবেশের সময় ঝিনাইদহে নারীসহ আটক ২৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা দিয়ে দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা দিয়ে দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ১৯ জনকে ও সামন্তা এলাকা থেকে আট জনকে আটক করে।

তাদের মধ্যে চার জন নারী ও ২৩ জন পুরুষ বলে জানান তিনি। আটককৃতদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায়।

লে. কর্নেল কামরুল আরও জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। 

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

10h ago