রেফারিরাও সন্দেহ ভোগেন কোনটা হ্যান্ডবল: কোমান

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে রেফারিং নিয়ে যেন বিতর্ক বেড়েই চলেছে। বিশেষ করে হ্যান্ডবলে দেওয়া পেনাল্টির ক্ষেত্রে। একটি ক্ষেত্রে পেনাল্টি দেওয়া হলে দেখা যায় প্রায় একই রকম ব্যাপারে দেওয়া হয়নি। এ নিয়ে ক্লাবগুলো মধ্যেই যেন ক্ষোভ বাড়ছে দিন দিন। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন রেফারিরাও সিদ্ধান্তে ভোগেন এর নিয়মকানুন নিয়ে। বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানও বলছেন এমনই।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রোববার রাতে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। ম্যাচ ১-১ গোলে সমতায় থাকাকালীন সময়ে নাটকীয় কাণ্ড হয়।। কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গতিতে বল নিয়ে সেভিয়ার ডি-বক্সে ঢুকে পড়েছিলেন করিম বেনজেমা। কিন্তু গোলরক্ষক বোনোর সঙ্গে সংঘর্ষে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানিয়েছিল দলটি। রিপ্লেতে দেখা যায় তা পেনাল্টিও ছিল। কিন্তু দেখা যায় বেনজেমা বল পাওয়ার আগে নিজেদের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে লাগে বল। উল্টো পেনাল্টি পেয়ে যায় সেভিয়া।

এর আগে ডি-বক্সে সেভিয়ার হোয়ান হোরদানের হাতে বল লাগলে পেনাল্টি আবেদন জানিয়েছিল রিয়াল। তখন বিষয়টি এড়িয়ে যান রেফারি। তাতেই বেজায় খেপেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। এ নিয়ে অভিযোগও করেছেন তিনি। তবে রিয়ালের অভিযোগ নিয়ে ভাবছেন না কোমান। নিজের মতামত জানিয়ে বলেন, 'রিয়াল মাদ্রিদ যদি অভিযোগ করে থাকে, তবে এটি তাদের সমস্যা। এমনকি রেফারিদেরও সন্দেহ আছে, আমরা কোচেরা এবং খেলোয়াড়রা জানিনা যে কখন হ্যান্ডবল হয়। তবে এটা কেবল স্পেনেই নয়, এটি অন্যান্য লিগেও ঘটে।'

দারুণ উত্তেজনাময় ম্যাচটি রিয়াল-সেভিয়ার সঙ্গে বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ ছিল। তাই এ ম্যাচটি দেখতে গিয়ে স্নায়ুচাপে ভুগেছেন বার্সা কোচ। তাই দেখা শুরু করলেও পরে ভিন্ন ম্যাচ দেখা শুরু করেন কোমান, 'আমি প্রথম ২০ মিনিটের মতো মাদ্রিদের খেলা দেখেছিলাম এবং তার পরে জুভেন্টাস ও মিলানের খেলা দেখি কারণ এটা আমাকে একটু স্নায়ুচাপে ফেলে দিয়েছে। তাই আমি অন্য একটি খেলা দেখা শুরু করি এবং ম্যাচ শেষে ফলাফল জেনে নেই।'

আর সেভিয়ার সঙ্গে রিয়াল ড্র করায় কিছুটা হলেও শিরোপা সম্ভাবনা বেড়েছে বার্সেলোনার। অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল ফের পা হড়কালে হয়তো ভাগ্যের শিকে খুলতেও পারে দলটি। তবে এর আগে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে রাখতে চান এ ডাচ কোচ, 'লীগ জয়ের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। এটি এখন আমাদের হাতে নেই, তবে আমরা কোনো ভুলও করতে পারি না।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago