ফিল্ডিং নিয়ে লিটনের যেমন দর্শন
এমনিতে তিনি নিয়মিত উইকেটকিপার, টেস্টে কিপিং করলেও কিন্তু সীমিত সংস্করণে অবশ্য খেলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। গ্লাভস এবং গ্লাভস ছাড়া দুইরকমের ফিল্ডিংয়ের প্রস্তুতি তাই নিয়ে রাখতে হয় লিটন দাসকে। ফিল্ডিং নিয়ে আছে তার কিছু ভাবনার জায়গাও।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ উপলক্ষে দুদিন ধরে অনুশীলন শুরু করেছেন লিটন। দলের সবচেয়ে নিরাপদ ফিল্ডারদের একজন হিসেবে সুনাম আছে তার। তবু ফিল্ডিং আরও শাণিত করতে ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে কাজ করছেন ।
সোমবার অনুশীলন শেষে সীমিত সংস্করণের ওপেনার জানালেন ফিল্ডিং নিয়ে নিজের ভাবনা, ‘ফিল্ডিংটা দুইভাবে দেখি। যখন গ্লাভসে থাকে, তখন এক ভাবে চিন্তা করি আর যখন গ্লাভস থাকে না তখন অন্যভাবে। যখন গ্লাভসে থাকি, তখন দায়িত্ব অনেক বড় থাকে। দলকে হ্যান্ডেল করা পেছন থেকে। নিজের কিছু দায়িত্ব আছে। ক্যাচ ধরা, স্টাম্পিং করা। ওই জিনিসের প্রতি অনুশীলন বাড়াই। ওটাও উপভোগ করি। এবং যখন সাদা বলে খেলি তখন দায়িত্ব থাকে ক্যাচ ধরা, রান সেইভ করা, লাইনে ফিল্ডিং করা। আমি ওটাও উপভোগ করি। দুইটাতেই মনোযোগ দিয়ে অনুশীলন করি। কারণ দুইটাই অনেক গুরুত্বপূর্ণ, কিপিংও, ফিল্ডিংও। আমি দুইটাই উপভোগ করি।’
তার মতে নিজের সহজাত সামর্থ্যের উপর কোন ধরণের অনুশীলন করতে হবে তা ঠিক করতে হবে একজন ফিল্ডারকে, ‘আমি যখন ফিল্ডিং করতে যাই তখন একটা জিনিস চিন্তা করি, নির্ভর করে এটা, আপনাকে বুঝতে হবে আপনার কোয়ালিটি কোনটা ভালো। অনেক ফিল্ডার থাকে যার আর্ম অনেক ভালো, অনেক ফিল্ডার থাকে যার হাত অনেক ভালো ক্যাচিংয়ে। অনেক ফিল্ডার আছে দ্রুত ছুটতে পারে।’
‘একেক জনের একেক রকম চিন্তা ভাবনা হওয়া উচিৎ। যেমন আমি অতটা ফাস্ট না, আমি জানি আমি যদি বলের কাছে দেরিতে যাই আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ব্যাটসম্যান আমার কাছ থেকে দুই (রান) নিয়ে নিবে।’
‘আমি জানি আমার হাত (ক্যাচ ধরার ক্ষেত্রে) মোটামুটি ভালো। আমি নিয়মিত অনুশীলন করি ক্যাচিংয়ের। এর মধ্যে আমি যেখানেই অনুশীলন করি আমি একটা জিনিসই চিন্তা করি আমি বলের কাছে দ্রুত যাবো। তাহলে আমার কাছে ম্যাচে গিয়ে কাজটা সহজ হয়।’
ফিল্ডিংয়ের ক্ষেত্রে আরেকটা দিক মাথায় তাকে লিটনের। ব্যাটসম্যানের ব্যাটের দিকে তাকে তার চোখ, ‘ফিল্ডারদের জন্য আমি যেটা বলবো ব্যাটসম্যানের ব্যাট দেখাটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এটা হাই ক্যাচের জন্য, ক্যাচ সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। যত আপনি অনুশীলন করবেন তত বলের সাথে কানেকশন বাড়তে থাকবে। এটা অনুশীলনের কোন বিকল্প নেই। সাধারণত যেটা হয় কেউ যখন কাভার, পয়েন্ট কিংবা স্কয়ার লেগে দাঁড়ায় এটা বোঝাটা গুরুত্বপূর্ণ যে কোন সময় ব্যাটের ফেস ঘুরছে বা ঘুরছে না। ব্যাটসম্যান কোনদিকে খেলতে চায় এ জিনিসটা আগে থেকে প্রেডিক্ট করতে পারলে ফিল্ডিংটা খুব সহজ হয়ে যায়।’
ফিল্ডিং ছাড়া লিটনের বড় দায়িত্ব ব্যাটিংয়ে। সেখানেই দলের চাহিদাও বেশি। থিতু হলে বরাবরই প্রতিপক্ষের জন্য বিপদজনক এই ব্যাটসম্যান জানালেন, আগের যেকোনো সময়ের চেয়ে নিজের খেলাটা ভালো বুঝেন তিনি, ‘অবশ্যই নিজের খেলা আগের চেয়ে অনেক ভালো বুঝি। একটা জিনিস মেন্টেন করে এখন অনুশীলন করছি। আমি যেহেতু সাদা বলের ক্রিকেটে ওপেন করি, এই জন্য আমার নতুন বলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম দশ ওভার যদি আমি খেলে দিতে পারি। তারপর আমার জন্য খুব সহজ হয়ে যায়। আমি বড় ইনিংস খেলতে পারি সেটা জিম্বাবুয়ের সঙ্গে অনুভব করেছি।’
Comments