বিশেষ শর্ত ও বিধি অনুযায়ী হজ পালনের ঘোষণা সৌদি কর্তৃপক্ষের

হজ
হজ পালন। রয়টার্স ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে এ বছর বিশেষ শর্ত ও বিধি অনুযায়ী হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। তবে, শর্ত ও বিধিগুলো কি হবে সে বিষয়ে এখনও জানায়নি কর্তৃপক্ষ।

গতকাল রবিবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেবে। বিশেষ ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

এদিকে, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে, স্বাস্থ্য নিরাপত্তা ও নিয়ম মেনে হজের আয়োজন করা হবে বলে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

1h ago