কুয়াকাটা সৈকতে দুই দিনে ভেসে এলো ৩ মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গত দুই দিনে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। তিনটি ডলফিনের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সাগরের ঢেউয়ের গতকাল সোমবার বিকেলে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় চার ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে আসে। রোববার সন্ধ্যার আগে সৈকতের কম্পিউটার পয়েন্ট এলাকায় আট ফুট দৈর্ঘ্যের একটি ও সকাল ১১টায় সৈকতের লেম্বুরচর এলাকায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে আসে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ডেইলি স্টারকে বলেন, ‘মৃত ডলফিন ভেসে আসার সংবাদ পেয়ে আমি পুলিশ সদস্যদের ঘটনাস্থলে যাই। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে ঘটনাটি জানালে তারা ডলফিনগুলো বালুচাপা দেয়।’
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘গভীর সমুদ্রে জেলেদের জালে আটকে এসব ডলফিন গুরুতর আহত হয়ে মারা যেতে পারে। পরে সেগুলো ভেসে ভেসে তীরে এসেছে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ‘মৃত ডলফিন পচে যেন দুর্গন্ধ ছড়ায় সে কারণে বালু চাপা দেওয়া হয়েছে।’
Comments