আজ মৃত্যু ৩৩ পরীক্ষা ১৪১৮৪ শনাক্ত ১২৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এর আগে গতকাল ৩৮ ও গত পরশু ৫৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার পাঁচ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৭৬ হাজার ২৫৭ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৪ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ২৩০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ৬৭ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ১৫ হাজার ৩২১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৬ লাখ ৬১ হাজার ৯২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা এক হাজার ১৭১। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৮০০টি।
আরও পড়ুন:
৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ শনাক্ত ১৫১৪
আজ মৃত্যু ৪৫, শনাক্তের হার ৮.৭৪ শতাংশ
শনাক্তের হার ৯.৮৯ শতাংশ, মৃত্যু ৩৭
শনাক্তের হার কমে ৮.৪৪ শতাংশ, মৃত্যু ৪১
Comments