জুভেন্টাসে হচ্ছে রোনালদো-জিদানের পুনর্মিলন!
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। একই মৌসুমে রিয়াল ছেড়েছিলেন জিনেদিন জিদানও। এরপর লস ব্লাঙ্কোসদের কঠিন সংগ্রামের পর পরের বছরই ফিরতে বাধ্য হন এ ফরাসি কোচ। তবে জিদানকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাইয়ে দেওয়া রোনালদো রয়েছে গেছেন ইতালিতেই। গুঞ্জন উঠেছিল রিয়ালে ফিরতে চান রোনালদো। কিন্তু সে গুঞ্জন ডালপালা মেলার আগেই ছেঁটে দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তাহলে কি গুরু-শিষ্যের মিলন অসম্ভব?
কাজটা কঠিন হলেও তা করতে চাইছে জুভেন্টাস। এবং সেটা তুরিনেই। কারণ ক্লাবটির পরবর্তী কোচ হিসেবে জিদানকে চাইছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত।
আর ব্যাপারটা খুব বেশি অসম্ভবও নয়। কারণ জিদান যতোটা রিয়ালের ঠিক ততোটাই জুভেন্টাসেরও। রিয়ালে পাঁচ মৌসুম খেলার আগে ওল্ডলেডিদের হয়েও পাঁচ মৌসুম খেলেছেন তিনি। তাই জুভেন্টাসের প্রতি তার আলাদা দুর্বলতাও রয়েছে। আর সাম্প্রতিক সময়ে রিয়ালে তার সময়টা খুব একটা ভালোও যাচ্ছে না। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।
অন্যদিকে কঠিন সময়ের মধ্যে রয়েছে জুভেন্টাস। লিগ শিরোপা তো হাতছাড়া করেছেই, শেষ চারে থাকা নিয়ে শঙ্কা। তার উপর সুপার কাপ থেকে এখনও নাম প্রত্যাহার না করায় সিরি আ থেকেও নিষেধাজ্ঞার শঙ্কা। এমন পরিস্থিতিতে জুভেন্টাসের কোচ আন্দ্রেয়া পিরলো অবস্থানই সবচেয়ে নড়বড়ে। যদিও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তাকে ছাঁটাই করা হবে না বলে জানিয়েছে জুভ কর্তৃপক্ষ। তবে নতুন মৌসুমের জন্য এরমধ্যেই কোচ খোঁজা শুরু করে দিয়েছে ওল্ড লেডিরা।
মূলত মিলানের বিপক্ষে ৩-০ গোলের হারটা বেশ ভারি পড়ে গেছে জুভেন্টাসের। যে কারণে শেষ চারের থাকাও শঙ্কায়। শেষ তিন ম্যাচে তো জিততে হবেই সঙ্গে কামনা করতে হবে অন্য দলগুলোর হার। এরমধ্যে আবার নতুন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে খেলা রয়েছে।
জিদান ছাড়াও তুরিনের ক্লাবের তালিকায় রয়েছেন সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও। তবে তাদের প্রথম টার্গেট জিদানই। শেষ পর্যন্ত এ ফরাসিকে রাজী করাতে না পারলে দুই বছর পর আবার আলেগ্রিকেই ফেরাতে পারে তারা।
অন্যদিকে ইতালির আরেক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তও প্রায় একই সংবাদ প্রকাশ করেছে। তবে তাদের দেওয়া তালিকায় জিদান ও আলেগ্রির সঙ্গে রয়েছে মিলানের ঘরের ছেলে ও বর্তমান নাপোলি কোচ জেনারো গাত্তুসোর নামও।
Comments