সংসদের বাজেট অধিবেশন ২ জুন

সংসদ ভবন
ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২ জুন শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে। কোভিড-১৯ নেগেটিভ এমন সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিতে পারবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কোরাম পূরণে পালাক্রমে সীমিত সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিত হতে আহ্বান করা হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh smash 7 past Turkmenistan

Bangladesh team had reserved their celebration of clinching Asian Cup berth till the last match of the campaign. On Saturday, against Turkmenistan, they celebrated the epic achievement with a resounding 7-0 victory, ending the Asian Cup Qualifiers campaign with an all-win record at the Thuwunna Stadium in Yangon.

2h ago