বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে এসেছেন ৫২ বাংলাদেশি
নেপালে আটকে পড়া ৫২ বাংলাদেশি নাগরিক একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।করোনাভাইরাসের কারণে উড়োজাহাজ চলাচল স্থগিত থাকায় হিমালয়া এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তারা বাংলাদেশে পৌছান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'হিমালয় এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটটি বিকেল ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ ফ্লাইটে ছুটি কাটাতে নেপালে ঘুরতে যাওয়া বাংলাদেশি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী ছিলেন।'
তিনি আরও জানান, বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পর ফ্লাইটের ৫২ জন যাত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ফখরুল আলম জানান, সম্প্রতি নেপালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বর্তমানে নিয়মিত যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল স্থগিত আছে।
Comments