যশোরে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে ইউপি সদস্য নিহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে আহত হয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নাজমুল ইসলাম লিটন (৪০) ঝিকরগাছা উপজেলার হাজারীবাগ ইউনিয়নের পাঁচপোতা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে আহত কাউকে পাওয়া যায়নি।'
তিনি বলেন, 'স্থানীয়দের মাধ্যমে জানা গেছে গতকাল বিকেলে মৃত রফিক মেম্বারের বাড়িতে হঠাৎ করে উচ্চ শব্দে বিস্ফোরণ হয়। অনুসন্ধান করে জানা গেছে লিটন মেম্বার "বোমা তৈরির সময়" বিস্ফোরণে আহত হন।'
হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, 'সোমবার বিকেলে পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরি করছিল। এসময় একটি বোমা বিস্ফোরিত হলে ইউপি সদস্য লিটন গুরুতর আহত হয়।'
তিনি বলেন, 'তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দিচ্ছিল। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।'
Comments