চীনের ৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায়

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসেছে।
ঢাকার বিমানবন্দরে পৌঁছেছে ভ্যাকসিনের চালানটি। ছবি: সংগৃহীত

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভ্যাকসিনের চালানটি কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ভ্যাকসিন আনতে গতকাল সকাল ৮টা ১২ মিনিটে বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেয়।

আজ বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিনগুলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করবেন।

২০২০ সালের শুরুর দিকে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস বিবিআইবিপি-করভি নামের নিষ্ক্রিয় করোনাভাইরাসের একটি টিকা তৈরি করে, যা সিনোফার্ম নামেও পরিচিত।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি ব্যবহারের জন্যে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন:

ভ্যাকসিন আনতে চীনের উদ্দেশে বিমানবাহিনীর উড়োজাহাজ: আইএসপিআর

চীনের সিনোফার্ম টিকার জরুরি অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দেশে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন

দেশে চীন ও রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Awami League President Sheikh Hasina has ruled out the possibility of its leaders running as independents withdrawing from the race.

11h ago