ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহন বেড়েছে দ্বিগুণ, চলছে দূরপাল্লার বাসও
ঈদুল ফিতরকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়েই পণ্যবাহী ও মিনি ট্রাকে বাড়ির উদ্দেশে রওনা হতে দেখা গেছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলতে দেখা যায়।
এসব যানবাহনের মধ্যে ট্রাক, মিনি ট্রাক, মিনি বাস, মোটরসাইকেল, ইজি বাইক, এমনকি দূরপাল্লার বাসও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের কোথাও যানজট নেই।’
তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরেই যে যেভাবে পারছে, বাড়ি ফিরছে। তবে আজ যানবাহনের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গতকালের তুলনায় রাস্তায় আজ দ্বিগুণ যানবাহন চলাচল করছে। ভোররাতে সাহরির পর থেকে দূরপাল্লার বাসও চলাচল করছে।’
বঙ্গবন্ধু হাইওয়ে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘সড়কে মোটরসাইকেল, ট্রাক, মিনি ট্রাক, প্রাইভেটকার সবই চলছে। আজ দুএকটি করে দূরপাল্লার বাসও চলছে। নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব না, তবে গতকালের তুলনায় দ্বিগুণ যানবাহন চলছে। ভোররাতে দূরপাল্লার বাসের সংখ্যা বেশি ছিল। আমরা যদি এই বাসগুলোকে দাঁড় করাতে যাই, তাহলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে। আমরা রাস্তা ফ্রি রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি।’
Comments