বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন, খোলা কাস্টমস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তিন দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন কার্যালয় খোলা থাকবে।
আজ বুধবার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৬ মে থেকে আবারও দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বর্তমানে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ আছে। তবে, ডেপুটি হাইকমিশনারের এনওসি নিয়ে যদি কেউ দেশে আসেন তাকে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হবে।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ঈদের ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা দপ্তরে উপস্থিত থাকবেন। কাস্টমস কার্যালয়ও খোলা থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
Comments