আজ চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
দেশের কোথাও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি বলে আজ বুধবার জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে, আগামীকাল বৃহস্পতিবার দেশে ঈদ হচ্ছে না।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী শুক্রবার উদযাপিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনা মহামারির কারণে এ বছর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান ও ঈদগাহে জামাত ছাড়াই ভিন্নভাবে উদযাপিত হবে ঈদ। সরকার ঈদ উপলক্ষে ঈদগাহ বা অন্য কোনো উন্মুক্ত স্থানে জমায়েত না করে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে প্রয়োজনে একাধিক ঈদ জামাত হতে পারে।
ঈদের নামাজের আগে মসজিদ জীবাণুমুক্ত করা ও মেঝেতে গালিচা না বিছানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং মুসল্লিদের বাড়ি থেকে জায়নামাজ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
Comments