ভাড়া নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির

করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসগুলোর ভাড়া আদায়ে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে লকডাউনে কর্মহীন ও আয় কমে যাওয়া নিম্নবিত্ত যাত্রীদের কাছ থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এ ছাড়া, এসব যানবাহনে গাদাগাদি করে যাতায়াতের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এই অনিয়ম বন্ধে সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago