ভাড়া নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির
করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসগুলোর ভাড়া আদায়ে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে লকডাউনে কর্মহীন ও আয় কমে যাওয়া নিম্নবিত্ত যাত্রীদের কাছ থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এ ছাড়া, এসব যানবাহনে গাদাগাদি করে যাতায়াতের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এই অনিয়ম বন্ধে সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
Comments