গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ
ফিলিস্তানের গাজায় ইসরাইলের হামলায় নারী-শিশুসহ বহু মানুষের মৃতুতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ সামাজতান্ত্রিক দল (বাসদ), বরিশাল জেলা ও মহানগর কমিটি।
সকাল ১১টায় ফকির বাড়ি রোডস্থ নিজ কার্যালয় থেকে গাজায় ফিলিস্তানি জনগণের উপর হামলার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তার।
এই সময় বক্তারা বলেন ফিলিস্তিনি জনগণের উপর নির্মম হামলায় নারী শিশুরা মারা গেলেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। এই বর্বরতার অবসান হওয়া দরকার। ইসরাইল তাদের সম্প্রসারণ নীতি দিয়ে গাজা এলাকায় বসতি গড়ে তোলে। শুধু তাই নয় প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের উপর তারা তাদের দখল কায়েম করে, পবিত্র আল আকসা মসজিদ দখল নিতে চায়। ইসরাইলের দখলদার নীতি অব্যাহত থাকলেও এই বিষয়ে বিশ্ব সম্প্রদায় উচ্চবাচ্চ করছে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী।
Comments