নিজ গ্রামের দুস্থদের ঈদ উদযাপনে জামালের উপহার

এমন উদ্যোগ এবারই প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের।
jamal eid
ছবি: ফেসবুক

করোনা পরিস্থিতিতে বছর ঘুরে এলো আরেকটি ঈদ। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতে উদ্যোগী হয়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক নিজ গ্রামের দুস্থদের উপহার দিয়েছেন খাদ্যপণ্যসহ নগদ অর্থ।

জামালের পৈতৃক নিবাস ময়মনসিংহের চংভাদেরা গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের দুস্থদের ঈদ উদযাপনের জন্য এই মানবিক উদ্যোগ। ঢাকায় অবস্থান করায় তিনি সরাসরি তাদের হাতে তুলে দিতে পারেননি এসব সামগ্রী। তার হয়ে ঈদ উপহার বিতরণ করেছেন তার চাচাতো ভাই এম. আর. এইচ জুনায়েদ ভূঁইয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে তারকা মিডফিল্ডার জামাল লিখেছেন, ‘আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমাদের গ্রামের দুস্থ মানুষদের জন্য চাল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, আটা, নুডলস, চিনি ও বিস্কুট মিলিয়ে ঈদ প্যাকেজ দিচ্ছি যাতে তারাও ঈদ উদযাপন করতে পারে।’

এমন উদ্যোগ এবারই প্রথম নয় ৩১ বছর বয়সী জামালের। ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলার গত দুই ঈদেও এমন আয়োজন করেছিলেন।

ঈদুল ফিতরের চার দিনের ছুটিতে আছেন জামাল। ছুটি শেষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব সামনে রেখে আগামী ১৬ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago