সাকিব-তামিমদের ঈদ শুভেচ্ছায় নিরাপদে ও সুরক্ষিত থাকার বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা।
tamim eid

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা। উৎসবের দিনে মিলেমিশে আনন্দ ভাগাভাগির বার্তা তারা যেমন দিয়েছেন, তেমনি দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সাবধানে থাকার অনুরোধও করেছেন। 

বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য এবারের ঈদটা অন্যরকম। কারণ, আইপিএল খেলে ভারত থেকে দেশে ফেরায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন খ্যাত এই তারকা ফেসবুকে নিজের স্বীকৃত পেজে লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবালের বার্তা, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’

সবশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে নজরকাড়া বোলিং করা পেসার তাসকিন আহমেদের কণ্ঠেও একই সুর, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।

ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘ঈদ মোবারক। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বার্তা, ‘এই ঈদ সমগ্র মানবতার জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসুক যাতে আমরা শান্তি ও সম্প্রীতির পথে চলতে পারি। ঈদ মোবারক!’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার চিরায়ত উৎসবের ঈদ আমাদের জীবনে। সর্বস্তরের পরিবার-পরিজনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।’

Comments