জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় তার বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।’

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

19m ago