বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

দুর্ঘটনার পর বাসটি। ছবি: স্টার/রাফিউল ইসলাম

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মহিদুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসআই পরিবহনের বাসটি হাতিয়া এলাকায় পৌঁছালে একটি লেগুনাকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন নিহত ও ২০ জন আহত হয়। নিহতের বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।’

Comments