ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিনে শ্রীলঙ্কা ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কুসল জেনিত পেরেরার নেতৃত্বে লঙ্কানরা সকালে ঢাকায় নেমে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে গেছে।
ভাড়া করা বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দল। এরপর আনুষ্ঠানিকতা সেরেই তারা চলে গেছে হোটেল সোনারগাঁয়ে। সফরকারী দলের বাংলাদেশে পৌঁছার কথা নিশ্চিত করেছে বিসিবির গণমাধ্যম বিভাগ।
আগামী তিনদিন হোটেল রুমেই কাটবে কুসল পেরেরাদের। তিনদিনের মধ্যে দুটি কোভিড-১৯ পরীক্ষায় দিতে হবে তাদের। দুটি পরীক্ষায় নেগেটিভ হলে মিলবে কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের সুযোগ।
সব কিছু ঠিক থাকলে ১৯ মে থেকে মিরপুর জাতীয় একাডেমি মাঠে অনুশীলন করবে মিকি আর্থারের শিষ্যরা। ওয়ানডে সিরিজের আগে তাদের জন্য আছে একটি অনুশীলনও ম্যাচ। ২১ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে লঙ্কানরা।
২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৫ ও ২৮ মে সিরিজের বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে।
করোনাভাইরাস মহামারির সময়ে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় কোন দল হিসেবে বাংলাদেশ সফরে এলো শ্রীলঙ্কা।
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সুপার লিগের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য তা ভীষণ গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কা দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়েন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।
Comments