একটি স্বাক্ষরের জন্য দিনাজপুরে ৪১ শিক্ষক-কর্মচারী ঈদ আনন্দ থেকে বঞ্চিত
ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষর না দেওয়ায় বেতন-বোনাস হয়নি দিনাজপুর চিরিরবন্দর কারেন্ট হাট ডিগ্রি কলেজের ৪১ শিক্ষক, কর্মকর্ত, কর্মচারীর।
ঈদের আগে বেতন না হওয়ায় সংকটে পড়ে পরিবারগুলো।
কলেজের শিক্ষকরা জানান, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাছিবুল হাসান সই না করায় এই সমস্যার তৈরি হয়।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ১০ লাখ ৮ হাজার ৮৪৯ টাকা ও ঈদ বোনাস ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা বিল করে ৫ মে কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দিন মজুমদার ও ক্যাশিয়ার মশিউর রহমান সই নেওয়ার জন্য সভাপতি হাসিবুল হাসানের বাসায় যান কিন্তু তিনি বিলে সই করেননি।
আবারও ১২ মে সভাপতির কাছে গেলে সেদিনও তিনি স্বাক্ষর করেননি।
এ ব্যাপারে অধ্যক্ষ জালালউদ্দিন মজুমদার জানান, বেতন বোনাস না হওয়ায় ৪১ টি পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হলো। গত এক বছর ধরে দেশে করোনার কারণে শিক্ষকরা অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমি অনেক চেষ্টা করেও সভাপতির সই নিতে পারিনি। সভাপতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন।
জানতে চাইলে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুল হাসান বলেন, ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন সমস্যার সমাধান হয়েছে আগামী দু একদিনের মধ্যে কলেজের শিক্ষক ও কর্মচারীরা বেতন পেয়ে যাবেন।
Comments