মাদকের টাকার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
বেনাপোলে মাদকের টাকার জন্য সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
আজ রবিবার বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের বাড়ি থেকে গৃহবধূ রুমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমা ওই গ্রামের সাফিউল রহমানের ছেলে আরিফুল ইসলাম টুটুলের স্ত্রী ও একই থানার ইছাপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আরিফুল।
রুমার ভাই শামিম হোসেন অভিযোগ করেন, গ্রামের ইউপি সদস্য মোমিন উদ্দীন ও তার ভাই আমাদের হুমকি দিয়েছে। যাতে আমরা কোনো মামলা না করি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোমিন অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি কী জন্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতো। আমি তা মিটিয়ে দিতাম।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
Comments