ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরায় আইনজীবী গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর এক শিক্ষানবীশ আইনজীবীকে লাঞ্ছিত করার ছবি তুলে ফেইসবুকে দেন শাহ আলম। পরবর্তীতে চার জন আইনজীবী তা শেয়ার করেন। এ ঘটনায় গত ১২ মে মানহানির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী শাহ আলম, সিরাজুল ইসলাম, তারিক ইকবাল, শাহেদুজ্জামান, ফুয়াদ হাবিবের নামে মামলা করেন আইনজীবী লিয়াকত হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান, লিয়াকত আলীর মামলায় দুপুরে শাহ আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত ২৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে ধর্ষণ মামলার আসামির জামিন শুনানিকালে পিপি সম্পর্কে কটুক্তি করায় ২৮ এপ্রিল আইনজীবী এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে।
Comments