ফিলিস্তিনিদের পক্ষে গ্রাফিতি আঁকায় কাশ্মীরে চিত্রশিল্পীসহ গ্রেপ্তার ২০
ভারতের কাশ্মীরে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে গ্রাফিতি আঁকায় চিত্রশিল্পীসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কাশ্মীরে গত শুক্রবার নামাজের পরে রাস্তায় নেমে ফিলিস্তিনিদের পক্ষে অনেকেই সমর্থন জানান।
গ্রেপ্তার ৩২ বছর বয়সী চিত্রশিল্পী মুদাসির গুলের পরিবার জানায়, শুক্রবার একদল যুবক গ্রাফিতি আঁকার প্রস্তাব নিয়ে তার কাছে আসে।
মুদাসির গুলের বোন মুজমিল ফিরদৌস বলেন, ‘তারা আমার ভাইকে বলেছিল- এটি সংহতি জানানোর জন্য করা হবে। এটি ভারত সরকারের বিরুদ্ধে নয় বা এ জাতীয় কোনো স্লোগানও রাখা হবে না।’
পরে এক নারী ফিলিস্তিনের পতাকায় মাথা জড়ানো অবস্থায় কাঁদছেন এমন একটি গ্রাফিতি শ্রীনগরের রাস্তায় আঁকা হয়। সেখানে লেখা ছিল, ‘আমরা ফিলিস্তিনি’। সম্প্রতি গাজা উপত্যকায় সহিংসতার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমরা ফিলিস্তিনি’ (ইউ আর প্যালেস্টাইন) স্লোগানটি ব্যাপকভাবে ছড়িয়েছে।
শিল্পী মুদাসির গুলের পরিবার জানায়, আঞ্চলিক কর্তৃপক্ষ একজন শিল্পীর মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।
মুজমিল ফিরদৌস আল জাজিরাকে বলেন, ‘কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? সে কী করেছে? সরকার কি এখানে শিল্পকর্ম নিষিদ্ধ করেছে? যখন পুরো বিশ্ব ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে জেগে উঠছে, তখনো আমরা কথা বলতে পারি না, আমরা শিল্প চর্চা করতে পারি না; আমরা কোন ধরনের গণতন্ত্রে বাস করি? আমরা কি ফিলিস্তিনের জন্য দুঃখ প্রকাশ করতে পারি না?’
তার পরিবার আরও জানায়, মুদাসির গুল শারীরিক অসুস্থতায় ভুগছেন। তারা কোভিড-১৯ মহামারির মধ্যে মুদাসিরের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
এদিকে, ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান ও সেখানকার নাগরিকদের জন্য দোয়া করায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সরজন বরকতি নামের এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই নেতার পরিবারের দাবি, তিনি ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়েছিলেন এবং তাদের জন্য দোয়া করেছিলেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গাজা উপত্যকায় গত এক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় ৪৭ শিশুসহ এ পর্যন্ত মোট ১৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজারের বেশি।
আরও পড়ুন:
গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ
গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল
ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন
আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বোমার আঘাতে গাজায় ভবনধস, তেল আবিবে হামাসের রকেট হামলা
Comments