নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল ৩ দিনের রিমান্ডে

হেফাজত নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

হরতালে নাশকতা ও সহিংসতার আরও একটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এ নিয়ে ৬ মামলায় ১৮ দিনের রিমান্ডে দেওয়া হলো তাকে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভার্চুয়াল কোর্টে মামুনুল হককে আদালতে হাজির করে হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা ও সহিংসতার একটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডে দেন তাকে।’

তিনি বলেন, ‘এর আগে ৫টি মামলায় মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে তাকে এখনও রিমান্ডের জন্য নারায়ণগঞ্জে নেওয়া হয়নি। আদালতের যেহেতু নির্দেশ রয়েছে এখন যে কোন সময় রিমান্ডের জন্য আনতে পারবে পুলিশ।’

এর আগে গত ১২ মে সোনারগাঁও থানায় এক নারীর করা ধর্ষণ মামলা ও সহিংসতাসহ ৫টি মামলায় ৩৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে ধর্ষণ মামলায় ১০ দিন, সোনারগাঁয়ে সহিংসতার দুই মামলায় ১৪ দিন ও সিদ্ধিরগঞ্জে হরতালে সহিংসতার দুই মামলায় ১৪ দিন। পরে আদালত প্রত্যেক মামলায় ৩ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার সহিংসতার মামলায় এক আসামি মামুনুল হকের নির্দেশে নাশকতার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য মামলায় গ্রেপ্তারসহ ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।’

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতা ও নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের ৫টি ও র‌্যাব একটি মামলা করে। পরবর্তীতে পুলিশ সদরদপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই ও সিআইডিকে দায়িত্ব দেয়া হয়।

আরও পড়ুন-

ধর্ষণ-সহিংসতার মামলা: হেফাজত নেতা মামুনুলের ১৫ দিনের রিমান্ড

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago